চৌগাছা উপজেলার দক্ষিন পশ্বিমে কোনে ৯নংস্বরুপদাহ ইউনিয়ন পরিষদের অধিনে মাশিলার ব্রীজটি অবস্থিত। এর পশ্চিমে মাশিলা বাজার এবং বি.জি.বি ক্যাম্প। ব্রীজের পৃর্ব দিকে দিঘলসিংহ গ্রাম, দক্ষিণে লক্ষীপুর গ্রাম। এই ব্রীজের যাতায়াতের মাধ্যমে হিজলী, গদাধরপুর, নাইড়া,গয়ড়া, তিলকপুর, কাকুড়িয়া ,ও সুখপুকুরিয়া ইউনিয়নের কিছু গ্রামের লোক যাতাযাতের সুবিধা ভোগ করছে।